আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাংলার মুখ আদমদীঘি শাখার আয়োজনে ১০ দিন ব্যাপি বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের সমাপনি দিনে পুরস্কার বিতরণের সময় মঞ্চ ভেঙ্গে ইউপি চেয়ারম্যান ও উৎসব কমিটির সদস্য সচিবসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মিনার হোসেনকে গুরুতর অবস্থায় নওগাঁ সদর স্থানান্তর করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে আদমদীঘি হাই স্কুল মাঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব আয়োজিত মেলার মঞ্চে এ দুর্ঘটনাটি ঘটে।
গত ২২ জুলাই আদমদীঘি হাইস্কুল মাঠে বাংলার মুখ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে ১০ দিন ব্যাপি বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব/২২ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উৎসবে শিশু কিশোরদের জন্য সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিনোদনের জন্য গ্রামীণ খেলাধুলাসহ প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৩১ জুলাই সমাপনি দিনে সন্ধ্যায় মঞ্চে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য প্রস্তুতি চলাকালে রাত ৯টায় বৃষ্টিপাত শুরু হয়। এসময় দর্শনার্থী ও আয়োজকরা হুড়াহুড়ি করে মঞ্চের উপর উঠলে বিকট শব্দে মঞ্চ ভেঙ্গে যায়। এতে সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উৎসব কমিটির সদস্য সচিব নাজিমুল হুদা খন্দকারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুলু মাস্টারের এক হাত ভেঙ্গে যায় ও মিনার হোসেন নামের এক কিশোরের মেরুদন্ডে গুরুতর আঘাত পায়। মিনার হোসেনকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যান্যরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। উৎসব কমিটির সদস্য সচিব নাজিমুল হুদা খন্দকার মঞ্চ ভেঙ্গে পড়ার কথা নিশ্চিত করে জানান, হঠাৎ বৃষ্টিপাতের কারনে এক সাথে অনেক লোক মঞ্চে উঠায় এই দুর্ঘটনা ঘটে।