আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর মাতা আলহাজ্ব সেলিনা বেগম খান ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ডহরপুর সানরাইস চাতালে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা পৃথক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি কছিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছোলায়মান আলী, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, ওসি রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, অধ্যাপক (অব:) আব্দুল আজিজ আকন্দ, সমাজসেবক আব্দুর রহিম, অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, আদমদীঘি প্রেসকাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, মেহেদী হাসান, সামছুল আলম, মিহির সরকার, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, উজ্জল হোসেন, মিজানুর রহমান, এরশাদ আলী।
Check Also
আদমদীঘি উপজেলা চেয়ারম্যান রাজুর মায়ের দাফন সম্পন্ন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান …