বগুড়া ডেস্ক : চলমান গণ-আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৬ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন, অবস্থান, প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানিয়েছেন তিনি। কর্মসূচির ঘোষণা দিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন, অবস্থান, প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালিত হবে। ১০ এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগে, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগে, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে, ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে এবং ১৬ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পর্যায়ে এসব কর্মসূচি পালিত হবে।’
৮ এপ্রিল দেশব্যাপী বিএনপির কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে সারা দেশে অসংখ্য নেতা-কর্মীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে জানিয়ে প্রিন্স বলেন, ‘গ্রেপ্তার করা হয়েছে অগণিত নেতা-কর্মীকে। এসব আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশ থেকে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করতে এখন মরণকামড় দিতে শুরু করেছে।’