শিরোনাম

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা


বগুড়া ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর এসএসসি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেবে ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানের ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী।

প্রসঙ্গত ১৯ জুন শুরু হয়ে ৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু জুনের মাঝামাঝি সিলেট অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নতুন করে পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা দেওয়া হয়।


Check Also

প্রশ্নফাঁসে দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

বগুড়া ডেস্ক : প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির চার পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে …

Leave a Reply

Your email address will not be published.