
গণিত বিভাগ
সৈয়দ আহমেদ কলেজ
১। দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে-
মন্টু : কিরে, পান্তা খাচ্ছিস যে নুন নিবি না?
ঝন্টু : আরে নুন আনতে যেতাম, কিন্তু একটা প্রবাদ আছে শুনিস নি?
নুন আনতে পান্তা ফুরায়!
২। হাবলু : কিরে? সিঙ্গারার বাইরেটা ফেলে দিয়ে শুধু ভিতরের আলুমশলা খাচ্ছিস কেন?
ডাবলু : কি করবো বল, পেট খারাপ ছিল তাই ডাক্তারবাবু বলেছেন বাইরের খাবার না খেতে।