স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ভারত। ১৮০ রানের টার্গেটে নেদারল্যান্ডস গুটিয়ে গেছে ১২৩ রানে। ভারতের জয় ৫৬ রানে। লক্ষ্য তাড়ায় নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে ডাচরা। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করে ভারত। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৯ রান তুলে রোহিতের দল। নীল জার্সিধারীদের পক্ষে এদিন ব্যাট হাতে রাঙিয়েছেন টপ অর্ডারের তিন তারকা ব্যাটসম্যান রোহিত, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। তিন ব্যাটসম্যানই ফিফটির দেখা পেয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬২ রান এসেছে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৩ চার ও ২ ছয়ে এই রান করেছেন কোহলি।
অধিনায়ক রোহিত ৩৯ বলে ৪টি চার ও ৩ ছয়ের মারে ফিফটি ছুঁয়ে ৫২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। চার ব্যাটিংয়ে নেমে শেষ বলে ছয় হাঁকিয়ে ফিফটি স্পর্শ করেছেন সূর্য। শেষ পর্যন্ত ২৫ বলে অপরাজিত ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্য। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। ৯ রান করে ডাচ পেসার মিকেরেনের বলে এলবির শিকার হয়ে ফিরেছেন। ডাচদের পক্ষে অন্য উইকেটটি পেয়েছেন ক্লাসেন।