
বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ
এস.এস.সি পরীক্ষার্থী
হে আলোর বর্তিকা স্মরিব জনমে জনমে
বাধা মানে না অশ্রু, তুমি নেই মাঝে জেনে
যা পেয়েছি তোমা হতে ণকাল ব্যয়ে
আনন্দ মনে মেতে ছিলাম মানিক কাছে পেয়ে
এমন করে হারাবো কখনও ণজন্মা ফুল
আজি অনুভবে জানি ভেবে পাই না কুল
শুনিয়াছো কত প্রজ্ঞা পূর্ণ অমৃত বাণী
কোনদিন স্মৃতিতে মুছবেনা তোমার জীবন কাহিনী।