দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া ব্লাড ডোনেট স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ও দুপচাঁচিয়া অসহায় ফাউন্ডেশন বিডি, উদয় বাংলাদেশ এবং বিজয় রক্তদান নামের স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে তালোড়া সরকারি শাহ এয়তেবারিয়া কলেজ হলরুমে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ। এ উপলক্ষে অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুস সবুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অসহায় ফাউন্ডেশন দুপচাঁচিয়া এর প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান হিমু, উদয় বাংলাদেশের সহকারী সমন্বয়ক গোলাম রব্বানী, বিজয় রক্তদান সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মতিন প্রমুখ। এসময় তালোড়া ব্লাড ডোনেট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোমিনুল ইসলাম রাকিব, রনি মহন্ত, তোয়াব ইসলাম, নাহিদ ইসলাম সহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিন অত্র কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
Check Also
দুপচাঁচিয়ায় জেলা শিক্ষা অফিসার হযরত আলীকে সংবর্ধনা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে হযরত আলী জেলা শিক্ষা অফিসার …