দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ মাদক বিক্রেতা আব্দুর রহিম (৩৮) ও সুবল চন্দ্র ভাদুরি (৫০) সহ তিন জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে পৌর এলাকায় কুন্ডুপাড়া রাস্তার উপর থেকে মাদক বিক্রেতা নজরুল ইসলাম ওরফে নজেলের ছেলে আব্দুর রহিমকে (৩৮) আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়াও পুলিশ তালোড়া খানপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্রের ছেলে সুবল চন্দ্র ভাদুরিকে (৫০) গ্রেফতার করে। পুলিশ তার কাছে থেকেও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।
অপর দিকে পুলিশ নিয়মিত একটি মামলার আসামি তালোড়া সাবলা গ্রামের মৃত ওয়াহেদ আলী প্রামানিকের ছেলে হাবিবুর রহমান আলেফকে (৪৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।