নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ১৭০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফইম উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তিটির প্রায় ৫ ল টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। তিনি আরো বলেন, এই ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।