নতুন বছর



এ কে আজাদ

নতুন বছর! নতুন বছর! আসবে তুমি? আসো,
বিমর্ষ এই ধরার বুকে নতুন করে হাসো।
বিষিয়ে ওঠা পাতার ফাঁকে নতুন করে গজাও ফুল,
মৃত্যুপুরী জেগে উঠুক প্রাণের মেলায় হুলুস্থুল।
বুকের ভেতর জমা ত, জীর্ণ-জরা শত,
নতুন ছোঁয়ায় দাও মুছে দাও কান্না-বিষাদ যত।
জীবন জুড়ে স্বপ্ন উড়াও, রঙিন ঘুড়ি যেমন,
অন্ধকারে জ্বালাও আলো, মোমের আলো যেমন।
নতুন বছর! নতুন বছর! আসবে তুমি? আসো,
জীবন নদীর শান্ত জলে সুখের ভেলায় ভাসো।
কষ্টগুলো দাও উড়িয়ে, দাও ভুলিয়ে, শেষ,
তোমার ছোঁয়ায় সুখের ভেলায় ভাসুক বাংলাদেশ।

[মোবাইল: ০১৭১৪ ৫১৩ ৫০৪]

Check Also

কান্না-হাসির বেলা

(১) কান্না-হাসির বেলা এ কে আজাদ কৃষ্ণচূড়া রক্তে রাঙা পলাশ ফুলে আগুন, রক্তজবার হাওয়ায় উড়ে …

Leave a Reply

Your email address will not be published.