নিজ গ্রামে উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হাফেজ তাকরীম


বগুড়া ডেস্ক : নিজ উপজেলা টাঙ্গাইলের নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হলো বিশ্বজয়ী কোরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়। হাফেজ তাকরীম উপজেলার ভাদ্রা গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশ অংশ নেয়। ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে নাগরপুরের কৃতিসন্তান ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরীম তৃতীয় স্থান অর্জন করে। তার এই বিশাল অর্জনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো: কায়ছার। এতে অন্যদের মধ্যে বক্তর‌্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, তাকরীমের বাবা মো: আবদুর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে তাকরীমের সম্মানে জেলা প্রশাসক এক লাখ, টাঙ্গাইলের পুলিশের পক্ষে পুলিশ সুপার এক লাখ ও উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা দেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ সময় বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Check Also

গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ : পিকআপ জব্দ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে …

Leave a Reply

Your email address will not be published.