সংগ্রহে,
মাসতুরা অদ্বিতীয়া
৭ম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
পড়াশোনাহীনতায় পাঠার্থীদের পরাজয় পদে পদে। পাঠার্থীরা পরস্পরে পরস্পরের পাঠ পর্যালোচনায় পাঠোন্নতির পথ পেতে পারে, পক্ষান্তরে পরীক্ষায় পরাজয়ে প্রচ- পরিতাপ পেতে পারে। পরিতাপের পরেও পিতামাতার প্রলাঞ্ছনা পড়ুয়াদের পক্ষে প্রাণান্তকর পরিস্থিতি। প্রলাঞ্ছনা-পরাক্সমুখিতার পরিবর্তে পরাজিত পুত্রকন্যাদের প্রতি পিতামাতার প্রীতি প্রদর্শন প্রয়োজন। পরিবার-পরিজনের প্রীতিপূর্ণ পরামর্শ পেলে পোলাপানেরা পরীক্ষায় পুনরায় প্রথম প্লেসসহ প্রতিষ্ঠার পথ পেতে পারে।