পরীক্ষায় পরাজয়


সংগ্রহে,
মাসতুরা অদ্বিতীয়া
৭ম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

পড়াশোনাহীনতায় পাঠার্থীদের পরাজয় পদে পদে। পাঠার্থীরা পরস্পরে পরস্পরের পাঠ পর্যালোচনায় পাঠোন্নতির পথ পেতে পারে, পক্ষান্তরে পরীক্ষায় পরাজয়ে প্রচ- পরিতাপ পেতে পারে। পরিতাপের পরেও পিতামাতার প্রলাঞ্ছনা পড়ুয়াদের পক্ষে প্রাণান্তকর পরিস্থিতি। প্রলাঞ্ছনা-পরাক্সমুখিতার পরিবর্তে পরাজিত পুত্রকন্যাদের প্রতি পিতামাতার প্রীতি প্রদর্শন প্রয়োজন। পরিবার-পরিজনের প্রীতিপূর্ণ পরামর্শ পেলে পোলাপানেরা পরীক্ষায় পুনরায় প্রথম প্লেসসহ প্রতিষ্ঠার পথ পেতে পারে।


Check Also

দাদিমা সরণি

হে আলোর বর্তিকা স্মরিব জনমে জনমে বাধা মানে না অশ্রু, তুমি নেই মাঝে জেনে যা …

Leave a Reply

Your email address will not be published.