পলাশবাড়ীতে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ


গাইবান্ধা প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন জলাশয়ে ৩৭৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর পলাশবাড়ীর বাস্তবায়নে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা মৎস্য অফিসার ফয়সাল আজম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাউসার মিশু প্রমূখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশ আজ মাছ চাষে সমৃদ্ধ। এই মাছ চাষের মাধ্যমে অনেক যুবক আজ বেকার মুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছে। তাই মাছের উৎপাদন বাড়াতে মাছ চাষের বিকল্প নেই।


Check Also

নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা

নওগাঁ জেলা প্রতিনিধি : বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের জের ধরে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ …

Leave a Reply

Your email address will not be published.