পাকিস্তানে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২০


আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে জলাবদ্ধ গভীর খাদে মিনিবাস পড়ে যাওয়ার ঘটনায় ১১ শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধুপ্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর এফপির।

আজ শুক্রবার পুলিশ জানিয়েছে, দক্ষিণ পাকিস্তানে গভীর জলাবদ্ধ খাদে একটি মিনিবাস পড়ে গিয়ে ২০ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

সিন্ধুপ্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন এএফপিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সিন্ধুপ্রদেশে হাইওয়ের পাশে একটি পানিতে ভরা খাদে পড়ে যায় বাসটি। চলতি বছরের ভয়াবহ বন্যায় ওই এলাকাটি পানিতে ভেসে ছিল।

তিনি বলেন, চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি এবং এ কারণে বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।


Check Also

ঘুষ নিয়ে ধরা, টাকা গিলে ফেলার চেষ্টা পুলিশ কর্মকর্তার

আন্তজাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের হরিয়ানার ফরিদাবাদের। সেখানে ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্স অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে …

Leave a Reply

Your email address will not be published.