বগুড়া ডেস্ক : পৃথিবীর খুব কাছে বৃহৎ আকারের এক ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। যার আকার সূর্যের ১০ গুণ বড়। এ এমনই এক ব্ল্যাকহোল যেখানে আলো পথ হারিয়ে ফেলে। এ যেনো এক মারণ হোল।
বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এই ব্ল্যাকহোলে ওজন সূর্যের থেকে প্রায় ১০ গুণ বেশি। দূরত্বের বিচারে বলা হয়েছে, এটি পৃথিবী থেকে মোট ১ হাজার ৬০০ আলোকবর্ষ দূরে। এটি আগের ব্ল্যাক হোলটির তুলনায় পৃথিবীর অনেকটা কাছে।

বিজ্ঞানীরা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, ‘ধরে নিন ব্ল্যাক হোলটি সূর্যের যেমন সৌরজগতের মধ্যমণি, তেমনই ব্ল্যাকহোলটিকে কেন্দ্র করে সূর্যও ঘুরছে।
ইওরোপীয় স্পেস এজেন্সি মারফত পাওয়া তথ্যের ভিতিত্তে সবার প্রথমে এই ব্ল্যাক হোলের অবস্থান স্পষ্ট করেন বিজ্ঞানীরা। সেইটির পরবর্তীতে সূর্যের আকারের সঙ্গে তুলনা করে আকারটি নির্ধারণ করা হয়৷