প্রকাশ্যে এলো ভূমির সম্পর্ক, চুমুর ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকার। বলিউডপাড়ায় প্রেম-বিয়ে নিয়ে অন্যান্য অভিনেত্রীর মতো কোনো আলোচনায় না থাকলেও কাজের জন্য বেশি আলোচনায় থেকেছেন তিনি। তবে এবার সেসব আলোচনা ছাপিয়ে জানা গেল, গোপনে প্রেম করছেন ভূমি। এমনকি প্রেমিকের সঙ্গে চুমুর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার পর ভূমিকে বিদায় জানিয়ে চুম্বন করেন যশ। এ সময় অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা তা ক্যামেরাবন্দি করতে বাধা দেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় সিদ্ধার্থ-কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত হয়েছিলেন ভূমি পেড়নেকার। এ অনুষ্ঠান থেকে বের হওয়ার পর প্রেমিককে চুমু খান ভূমি।

video

গুঞ্জন রয়েছে, ভূমি ও যশ পার্টিতে একসঙ্গে ছিলেন। ইন্ডাস্ট্রিতে ভূমির ঘনিষ্ঠ সহযোগীরা ভূমির প্রেমের বিষয়ে জানেন বলেই ধারণা করা হচ্ছে। তবে এত দিন মিডিয়ার আড়ালে থাকলেও অবশেষে প্রকাশ্যে এলো দুজনের প্রেমের গল্প। ভূমি পেড়নেকার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোবিন্দা নাম মেরা’। গত ১৬ ডিসেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ভিকি কৌশল ও কিয়ারা আদভানি।


Check Also

শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন পূজা

বিনোদন ডেস্ক : সম্প্রতি শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ে ও সন্তান হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে …

Leave a Reply

Your email address will not be published.