শিরোনাম

বগুড়ায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা


স্টাফ রিপোর্টার  : বগুড়া শহরের মালগ্রামে রাতের বেলা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ (২৮)কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে মালগ্রাম কসাই পাড়ার মাছ বিক্রেতা ঝন্টু মিয়ার পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন সন্ত্রাসী নাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বগুড়া্ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারা কেন হত্যা করেছে তা জানা যায়নি।


Check Also

বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে : বাদশা

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা বলেছেন বিএনপি জনগণের দল। …

Leave a Reply

Your email address will not be published.