বগুড়ার আলাল মাল্টি ওয়েল মিলে শ্রমিকদের বিক্ষোভ মিছিল


শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আলাল গ্রুপ এর মাল্টি ওয়েল মিলস লিমিটেড ফ্যাক্টরীতে ওজনে চুরির ঘটনায় শেরপুরের শত শত ট্রাক শ্রমিকরা ওই কোম্পানীর গেটের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

আজ মঙ্গলবার সকালে শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে রাজাপুরে এমন কর্মসুচি পালন করেন বগুড়ার জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন এর পক্ষে সভাপতি মো.আরিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, কামাল হোসেন, কবির হোসেন, রাজু আহম্মেদ, মতিউর রহমান, বগুড়া জেলা ট্রাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবুল কালাম মুন্সি, জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম, এছাড়াও আন্তঃজেলা ট্রাক শ্রমিক বান্দোবস্ত ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন যাবত শেরপুুরে আলাল গ্রুপ এর বিভিন্ন মিলে দেশী বিদেশী জাতের ভূট্টা,গম, শরীষা, রাইচ ব্যান্ড, খৈল আমদানী করার পর পরিবহনের সময় ট্রাক শ্রমিকদের চালানের সাথে ওজনে পার্থক্য সৃষ্টি করেন মিল কর্তৃপক্ষ। তারা মিলের ভেতরে ব্রীজ স্কেলে ওজনে ফাঁকি দিয়ে ট্রাক প্রতি ৫থেকে ৮হাজার টাকা কম প্রদান করেন ট্রাক শ্রমিকদের। এবিষয়ে প্রতিবাদ করে কোন ফলাফল মিলেনি। এনিয়ে গত ৬ নভেন্বর থেকে শেরপুরের মির্জাপুর রাজাপুর মাল্টি ওয়েল মিলস লিমিটেড ফ্যাক্টরীতে মালামাল আনলোড করার সময় প্রায় ২৫টি ট্রাকের ওজনে ১৫০ থেকে ৩০০ কেজি মালামাল চুরির ঘটনা প্রকাশ পায়।

মঙ্গলবার সকালে শত শত ট্রাক শ্রমিক সদস্য আর শ্রমিক নেতৃবৃন্দ যোগ দেয় ওই চুরির ঘটনায় প্রতিবাদ সভায়। এসময় আলাল গ্রুপের পক্ষে তার বড় ভাই আলহাজ মো.দুলাল হোসেন জানান, আমার ছোট ভাই বর্তমানে দেশের বাইরে থাকায় আগামী দুই সপ্তাহ পর উল্লেখিত বিষয়ে সমাধান করা যাবে। এসময় শ্রমিকদের দাবী অনুযায়ী আলালের সকল মিলে থাকা ব্রীজ স্কেলে কোন প্রকার ওজন গ্রহণ করা হবে না। সেইসাথে রাজাপুরে আসা প্রায় ২৫টি ট্রাকের প্রায় এক হাজার মেট্রিক টন পণ্যের মূল্য চালানে লেখা অনুযায়ী মূল্য প্রদান করতে হবে। সকল ট্রাক শ্রমিকদের ক্ষতি পূরণের টাকা প্রদান করতে হবে। শ্রমিকদের দাবী ওই মিলের খাদ্যপণ্য চুরির সাথে জড়িত জনৈক শামীম হোসেন, ছন্দা খাতুন, শাকিল আহমেম্দ, ফিরোজ উদ্দিনসহ সকল অসৎ কর্মচারীদের ছাটাই করতে হবে। অন্যথায় আগামীতে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।


Check Also

বগুড়ায় নারী প্রার্থীর স্বামীকে অপহরণের অভিযোগে ৬ যুবলীগ কর্মী গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জেলা পরিষদ নির্বাচন চলাকালে চাঁদার দাবিতে সংরক্ষিত নারী সদস্য …

Leave a Reply

Your email address will not be published.