শিরোনাম

বগুড়ায় অজ্ঞাত শিশুর গলাকাটা লাশ উদ্ধার


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ১২ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম জানান, নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরণে জিন্স প্যান্ট এবং জ্যাকেট রয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর পরিচয় জানতে পুলিশের টিম কাজ করছে।


Check Also

বগুড়ায় অসামাজিক কার্যকালাপের সময় কপোত-কপোতী আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাগান বাড়ী এলাকায় অসামাজিক কাজে লিপ্ত …

Leave a Reply

Your email address will not be published.