শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাগান বাড়ী এলাকায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় কপোত-কপোতিকে আটক ।
জানাযায়, শিবগঞ্জ উপজেলা মহাস্থান বাগান বাড়ীর নামক স্থানে শমশের স্ত্রী জুবের বাড়িতে বুড়িগঞ্জ ইউনিয়নের মাছলপাড়া গ্রামের এক নারী (৩০) এর সাথে, মাঝিহট্ট ইউনিয়নের ভালুন্চা গ্রামের মৃত সফির ছেলে আনছার আলী (৫২) সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে ও তাদেরকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। আটকের খবর জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এই ঘটনায় অসামাজিক কাজে জড়িত নারী (30) জানান বাগান বাড়ীর মাদক সম্রাট রুহুল আমিন এর স্ত্রীর মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন।
এবিষয়ে থানা পুলিশ এস আই ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগান বাড়ী থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দুই জনকে আটক করা হয়েছে।