স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে শহরের দক্ষিণ কাটনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৭) এবং শহরের দক্ষিণ কাটনারপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আসিফদৌলা তানা ওরফে অনি (৩৮)কে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অনির বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।