শিরোনাম

বগুড়ায় ওড়না পেঁচিয়ে প্রাণ দিল যুবক


কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার কাইট বড়পুকরা গ্রামে নিজ ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে সবুজ (৪০) নামের একজন আত্মহত্যা করেছে। সবুজ কাইট গ্রামের হাসেম আলীর পুত্র। গতকাল রবিবার দুপুরে নিজ ঘরে সে আত্মহত্যা করে।

সবুজের স্ত্রী জানান, আমার স্বামীর মাথার সমস্যার কারনে ঠিকমত কাজকর্ম করতে পারেনা। মাঝে-মধ্যে অটো চালালেও সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এছাড়াও অনেক সময় সবুজ পাগলামীও করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে হটাৎ করে আমাকে কিছু টাকা দিয়ে বলে চাল এনে ভাত রান্না করে দেও। আমি দোকান থেকে চাল এনে দেখি ঘরের তীরের সাথে উড়না পেঁচানো আমার স্বামীর ঝুলন্ত লাশ। স্থানীয় লোকজন জানান, মাথার সমস্যার কারণে সবুজ ঠিকমত কাজকর্ম করতে পারেনা। এদিকে এনজিও থেকে নেওয়া ঋনের কিস্তি আছে তাঁর।

কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ জানান, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। সংসারে অভাব-অনটন, ঋনসহ তাঁর মাথার সমস্যা কারনে সবুজ আত্মহত্যা করেছে বলে অনেকটা নিশ্চিত করেন স্থানীয় লোকজন।


Check Also

কাহালুতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৪৫

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে এবার এসএসসি দু’টি পরীক্ষা কেন্দ্র,কাহালু মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও …

Leave a Reply

Your email address will not be published.