শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় (৫৫) বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে শাহবন্দেগি ইউনিয়নের হামছায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অজ্ঞাত পথচারী ওই বৃদ্ধ মহাসড়কের পূর্ব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
শেরপুর ফায়ার সার্ভিস সাব-ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, ‘কাভার্ডভ্যান আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।’