সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে খালের পানিতে ডুবে মৃত্যু ইয়াদ আলী নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলারতাইড় গ্রামের কালারতাইড় এলাকার নিকট খাল থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। ইয়াদ আলী সোলারতাইড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে। জানা গেছে, গত সোমবার সকাল ১০টার দিকে ইয়াদ আলী তার ১টি গরুকে প্রজনন কাজে নিয়ে যাওয়ার জন্য তার বাড়ি থেকে বের হয়। ইয়াদ আলী সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজা খুঁজি করে। ইয়াদ আলীর গরুটি ভেজা গায়ে ক্ষেতের ফসল খাওয়ার কারণে ক্ষেতের মালিক গরুটি ধরে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যার পর গরুর খোঁজ হলেও সোমবার ইয়াদ আলীর কোন খোঁজ মেলেনি। পরের দিন মঙ্গলবার খালের পানি থেকে তার লাশ উদ্ধার হয়। গরু নিয়ে সাঁতরিয়ে খাল পার হওয়ার সময় ইয়াদ আলী পানিতে ডুবে মারা গেছে বলে এলাকাবাসী ধারণা করছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে সারিয়াকান্দি থানায় ১টি ইউডি মামলা হয়েছে।
Check Also
বগুড়ায় হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। …