শিরোনাম

বগুড়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারি গ্রেফতার


স্টাফ রিপোর্টার : বগুড়ায় চাপাতি ও বার্মিজ চাকুসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে শহরের ফুলপট্টি থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া পৌরসভার জামিলনগর এলাকার মিলন মিয়ার ছেলে নাহিদ মিয়া (২৪) ও নারুলী মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে হৃদয় ইসলাম (২৪)। পুলিশের দাবি, গ্রেফতারকৃত দুইজন সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য। তারা বগুড়া শহরের বিভিন্ন স্থানে ছিনতাই সংগঠিত করেন।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফুলপট্টিতে অভিযান চালানো হয়। অভিযানে নাহিদ ও হৃদয়কে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় তাদের কাছে থাকা ১২ ইঞ্চি একটি চাপাতি ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো.শাহীনুজ্জামান জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা উভয়ে সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য।


Check Also

বগুড়ায় শিশু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় শিশু রোমান (৫) হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। …

Leave a Reply

Your email address will not be published.