দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : গতকাল রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ মোটর সাইকেল চুরির সংঘবদ্ধ চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলা সদরের দলিল লেখক অফিস সংলগ্ন বীজ অফিস থেকে গত মঙ্গলবার দিনগত রাতে অফিসের গ্রীল কেটে কালো রংয়ের ডিসকভার-১১০ সিসি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে পরের দিন ৫ অক্টোবর বুধবার বীজ অফিসের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার দিন গতকাল রোববার দিনগত রাতে দুপচাঁচিয়া থানার এসআই শাহজাহান আলী মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সাহারপুকুর বাজার এলাকার আমষট্ট গ্রামের জসিম উদ্দীনের ছেলে ওয়াহেদুর রহমান ওরফে টুটুলের নাছিম অটোজ নামক ম্যাক্যানিক দোকানে মোটর সাইকেল বেচা-কেনা হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ গ্যারেজের মালিক ওয়াহেদুর রহমান টুটুলসহ কইল উত্তরপাড়ার আজিজুল সাখিদারের ছেলে মেহেদী হাসান ওরফে আকাশকে (১৯) চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই রাতেই উপজেলা সদরের ধোকরকোলা গ্রামের মোবারক আলীর ছেলে ফয়সাল (২৪) ও কইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহিনুর ইসলামকে (৩৩) গ্রেফতার করে।
এ সংক্রান্তে এসআই শাহজাহান নিজেই বাদী হয়ে থানায় ১৮৬০ সালের ৪১৩ পেনাল কোড ধারায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।