শিরোনাম

বগুড়ায় চোলাই মদসহ একজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চোলাই মদসহ কাজল পাহান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার ইশবপুর গ্রামে তার বাড়ি থেকে মদ বিক্রি কালে ৩ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শ্রী কাজল পাহান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর গ্রামের মাখন পাহানের ছেলে। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ খ অধিদপ্তরের সদস্যরা উপজেলার ইশবপুর গ্রামে কাজল পাহানের বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি কালে ৩ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী কাজল পাহানকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পদ করেন। আজ রোববার দুপুরে কাজল পাহানকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Check Also

সাংবাদিক শানুর মৃত্যুতে আদমদীঘি প্রেসক্লাবে শোকসভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি কমলেশ মোহন্ত …

Leave a Reply

Your email address will not be published.