বগুড়ায় দুই কেজি গাঁজা উদ্ধার, ৩ নারীসহ গ্রেফতার ৪


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে দুই কেজি গাঁজাসহ ৩ নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মুরাদপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে আদমদিঘী উপজেলার সান্তাহারের আজাদের ছেলে সুমন প্রামানিক, সুমনের স্ত্রী রেখা বেগম, আনছার আলীর স্ত্রী তসলিমা বেগম ও নন্দীগ্রাম উপজেলার আব্দুল হাকিমের স্ত্রী আদুরী বেগমকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকামুখী একটি বাসে তল্লাশী চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিন নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা গাঁজা বিক্রির জন্য কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আজ মঙ্গলবার আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Check Also

নবান্ন উপলক্ষে বগুড়ায় ঐতিহ্যবাহী মাছের মেলা

বগুড়া ডেস্ক : নবান্ন উৎসব ঘিরে বগুড়ার শিবগঞ্জে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। ভোর …

Leave a Reply

Your email address will not be published.