শিরোনাম

বগুড়ায় নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু


স্টাফ রিপোর্টার : বগুড়া সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাকিবুল হাসান রাকিব (১২) নামের একজন শিার্থীর মৃত্যু হয়েছে। রাকিবুল নিজামউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামের রুস্তম ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব পড়াশোনার জন্য একই ইউনিয়নের বরইকান্দি মাষ্টার পাড়া গ্রামের নানা ফজলু সরকারের বাড়িতে থাকত। শনিবার (৬ মে) দুপুর ১টার দিকে রাকিব তার ৩ জন সহপাঠীদের নিয়ে মাছিরপাড়া সেতুর কাছে বাঙালি নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রাকিব গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা এ সংবাদ তার পরিবারের কাছে দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে রাকিবকে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে তারা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসকে জানায়। পরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিকাল ৩ টার দিকে রাকিবের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। অনেক খোঁজাখুঁজির পর বাঙালি নদীর গভীর খাদ থেকে শিার্থীর লাশ উদ্ধার করতে সম হই। লাশটি শনিবার বিকালেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Check Also

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আরভী আকতার নামের এক এসএসসি …

Leave a Reply

Your email address will not be published.