শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দুই দিন পর নওফেল (১৩) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাত ৮টায় খরনা ইউনিয়নের দাড়িগাছা ফসলি মাঠের ঘাস ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নওফেল দাড়িগাছা হাটপাড়া গ্রামের ইসরাফিল ওরফে টিক্কার পুত্র এবং দাড়িগাছা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে পরীক্ষার দেওয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে বের হয় নওফেল। কিন্তু সে পরীক্ষা দিতে যায়নি। এরপর থেকে সে নিখোঁজ। পরিবারসহ গ্রামের লোকজন অনেক খোঁজাখুজিঁর পর তার কোনো হদিস পাইনি। অবশেষে গতকাল সোমবার বিকেলে ফসলি জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় এক লোক ঘাস ক্ষেতে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ রাত ৮টায় তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে কিছু বলা যাচ্ছে না।