শিরোনাম

বগুড়ায় নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


ফাইল ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর হায়দার আলী (৬৫) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল ৯টার দিকে বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হায়দার আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের হাতেম আলীর ছেলে।

নিহতের ছেলে মেহেদী হাসান বলেন, বাবা প্রতিদিনের মতো শিমুলবাড়ি ঘাট এলাকায় গোসল করতে নামেন। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর যমুনা নদীর তীরে গিয়ে দেখা যায় তার পরনের কাপড় নদীর ঘাটে পড়ে আছে। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই ঘাট এলাকায় নদীর পানিতে নেমে অনুসন্ধানের এক পর্যায়ে ভাসমান অবস্থায় বাবার মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Check Also

বগুড়ায় ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোহাব্বত আলী মনজু …

Leave a Reply

Your email address will not be published.