সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- ওই এলাকার পল্লী চিকিৎসক আব্দুল আলীমের মেয়ে আয়েশা ছিদ্দিকা (৪) এবং পিস্তা মিয়ার ছেলে আহসান হাবীব (৪)।
সংশ্লিষ্ট এলাকা সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির উঠানে খেলছিল আয়শা ও আহসান। এ সময় পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের লোকজন ওদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে একটি ডোবায় তাদের মৃত্যু দেহ ভেসে ওঠা দেখতে পায়।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করি। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।