দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থানা পুলিশ চৌমুহানী বেলাইলের রাস্তার পাশে পুকুর থেকে সবুজ খন্দকার (৬০) নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পুকুরে দুর্গন্ধযুক্ত বস্তা ভাসতে দেখে। এলাকাবাসী প্রথমে বিষয়টি স্থানীয় চকিদারকে অবগত করেন। চকিদারের মাধ্যমে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। স্থানীয় জনগণের সহায়তায় ভর্তি বস্তাটি পুকুর থেকে পুকুরে পাড়ে উঠায় এবং বস্তার মুখ খুলে অজ্ঞাতনামা ব্যক্তির বিকৃত লাশ দেখতে পায়। থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাজনিত মৃত্যু। এদিকে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীর সময় লাশের শার্টের পকেটে থাকা একটি ভিজিটিং কার্ডের সূত্র ধরে ওই ব্যক্তির যোগাযোগ করে প্রাথমিক ভাবে তার পরিচয় নিশ্চিত হয়েছে। সে নারায়নগঞ্জ বন্দরের দেওয়ানবাগ খন্দকারবাড়ির মৃত রিয়াজ উদ্দীন খন্দকারের ছেলে সবুজ খন্দকার। গত বৃহস্পতিবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ব্যাপারে সোনারগাঁও থানায় সাধারণ ডায়রীও হয়েছে। তার মৃত্যুর কারণ উদঘাটনের জন্য পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।