বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৩


স্টাফ রিপোর্টার : বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বগুড়া সদরের কালিবালা ও শিবগঞ্জের মোকামতলায় এ ঘটনা ঘটেছে।

শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার রাত সোয়া ৯টার দিকে ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কায় দুই ভাই-বোন নিহত হয়েছেন।

মোকামতলা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলী জাহান জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেট কারের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুহেলী ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। নিহত কুহেলী আকতার বরিশালের হিজলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী ও নিহত সিয়াম কুহেলীর ছোট ভাই। এ সময় গুরুতর আহত হন হুমায়ুন কবির নামে আরও একজন।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুল হাসান বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

এদিকে বগুড়া সদরের দ্বিতীয় বাইপাস কালিবালা গ্রামে যাত্রীবাহী বাস উল্টে মিলন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ি গ্রামের মহির উদ্দিনের ছেলে। তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ২০ জন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সরেজমিনে দেখা যায়, সৌরভ পরিবহনের একটি বাসটি উল্টে গেছে। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রাস্তার ওপর রক্তের দাগ রয়েছে। গাড়ির কাঁচের টুকরো পড়ে আছে।

দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা যাত্রী আব্দুর রশিদ জানান, তাদের গাড়িটি গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গাইবান্ধা থেকেই নাফু পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে আসছিল। ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত উভয় বাস একে অপরকে কয়েকবার ওভারটেক করেছে। বারবার নিষেধ করেও চালককে থামানো যায়নি। একপর্যায়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বগুড়ার মাটিডালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরেই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার মরদেহ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।


Check Also

বগুড়ায় সাবেক নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে নারগিছ আরা বেগম (৫৫) নামের এক সাবেক নারী ইউপি …

Leave a Reply

Your email address will not be published.