বগুড়ায় প্রেমিকার ১১ দিন পর প্রাণ দিল প্রেমিক


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে সহপাঠি প্রেমিকা ৮ম শ্রেণির ছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার ১১ দিন পর সহপাঠি প্রেমিক স্কুল ছাত্র আবিদও গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আবিদ উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা নতুন পাড়ার বারিক ফকিরের ছেলে ও জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, একই গ্রামের মধ্যপাড়ার একই স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীর সাথে আবিদের প্রেমের সম্পর্ক ছিল। দু’জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্কের কথা উভয় পরিবার এবং এলাকাবাসির মধ্যে জানাজানি হয়। তাদের দুজনের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে উভয় পরিবার তাদের বিয়ে দিতে সম্মত হয়। কিন্তু কিছুদিন পরে বিয়ে হবে বলে বিষয়টি মেনে নিতে না পেরে প্রেমিকা গত ২৯ সেপ্টেম্বর গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। প্রেমিকার আত্মহত্যার ১১ দিন পর গত সোমবার বিকেলে প্রেমিক আবিদ গ্যাসট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়। গুরুতর অসুস্থ আবিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় তার স্বজনরা। আজ মঙ্গলবার দুপুরে আবিদ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।


Check Also

বগুড়ায় হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published.