ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোহাব্বত আলী মনজু নামের এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখান থেকে একটি অ্যাক্সক্যাভেটর ও তিনটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মোহাব্বত আলী মনজু উপজেলার চালাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় মোহাব্বত আলী মনজুর মাটি কাটার একটি অ্যাক্সক্যাভেটর জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় শ্রমিকরা পালিয়ে গেলে তিনটি ট্রাক্টর জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জমির মালিক সামিদুল ইসলাম জানান, ওই জমিতে আবাদ করে লাভ হচ্ছিলো না। এ কারণে জমির মাটি বিক্রি করে পুকুর খনন করে সেখানে মাছ চাষের পরিকল্পনা করি। তবে মাটি বিক্রির বিষয়ে প্রশাসনের কাছ থেকে লিখিত কোনো অনুমতি নেওয়া হয়নি।