নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে বালতির পানিতে পড়ে রাবেয়া খাতুন নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এঘটনা ঘটে। রাবেয়া দুপচাঁচিয়া উপজেলার ধুপল গ্রামের আপেল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, রাবেয়া কয়েক দিন আগে মায়ের সঙ্গে নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ির আঙিনায় সে খেলা করছিল। একপর্যায়ে শিশুটি আঙিনায় থাকা বালতির পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টেরপেয়ে তার মরদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।