শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নওশাদ আলী (৬৩) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। তিনি পৌরশহরের নয়াপাড়া (কবরস্থান পাড়া) এলাকার নাইম উদ্দিনের ছেলে। বুধবার (১৫ জুন) সকালের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নওশাদ আলী স্থানীয় স্বাক্ষর ফিলিং স্টেশনে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। বুধবার সকালের দিকে অজ্ঞাত পরিচয়ের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে ঘাতক যানটিকে চিহিৃতকরণের কাজ শুরু করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেটি সম্ভব হবে। এছাড়া উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।