শিরোনাম

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু


ফাইল ছবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে এক সিএনজি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইলের রাজিত পাম্পের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, সকাল সাড়ে ৭ টার দিকে রাজ্জাক তার সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস উঠানোর জন্য মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকার রাজিত পাম্পের সামনে পৌঁছিলে ঢাকাগামী একটি বাস ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন জানান; দুর্ঘটনার পর পরই অজ্ঞাত বাসটি পালিয়ে যায়। তবে ওই বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।


Check Also

বগুড়ায় তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে পুলিশের লাঠিচার্জ : গ্রেফতার ৩

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা …

Leave a Reply

Your email address will not be published.