শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মমতা বেগম (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালের দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বনমরিচা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মমতা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কালাম আজাদের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মমতা বেগম সকাল নয়টার দিকে বসতবাড়ির মধ্যে অবস্থিত টিউবয়েলে পরিবারের সদস্যদের খাওয়ার থালা-গ্যাস পরিস্কারের কাজ করছিলেন। একপর্যায়ে পানির প্রয়োজন হলে বিদ্যুৎচালিত মোটর চালু করতে সুইচে চাপ দেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রসঙ্গে বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।