ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে ভটভটির ধাক্কায় ইয়াহিয়া শেখ (৩২) নামের এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন মোটর সাইকেল চালক জিয়াউর রহমান জিয়া (২৮)। গত রোববার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর-ধারঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া উপজেলার শ্যামগাতী গ্রামের ফজর আলীর ছেলে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াহিয়া রোববার সন্ধ্যার দিকে একই গ্রামের জিয়াউর রহমান জিয়ার মোটর সাইকেলের পিছনে চড়ে বাড়ি থেকে মথুরাপুর বাজারের দিকে রওনা হন। পিরহাটি তালতলা এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ভটভটি মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক জিয়া ও আরোহী ইয়াহিয়া আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ইয়াহিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়া নেওয়ার পথে রাত ৮টার দিকে গাবতলী এলাকায় ইয়াহিয়া মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।