শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ভূটার ক্ষেত থেকে শাহরিয়ার ইসলাম আশিক (১৮) নামের এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর ও যাদবপুর দুই গ্রামের মাঝামাঝি জঙ্গলী পুকুর এলাকার ভূটার ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আশিক শেরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও পরানবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম বাবলু’র পুত্র।
নিহত কলেজ ছাত্রের পরিবার সুত্রে জানা যায়, গতকাল শনিবার আনুমানিক বিকাল ৫ টার দিকে পাশ্ববর্তী গ্রামে সাঘাটিয়া গ্রামীণ মেলা দেখতে যাওয়ার কথা বলে স্থানীয় কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে বাড়ি থেকে বের হয় আশিক। রাত ১০টা অবধি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজিঁ শুরু করে। সন্ধান না পেয়ে গতকাল রবিবার সকালে আশিকের মা আরজি বেগম থানায় নিখোঁজের জিডি করেন। বেলা ৩টার দিকে ওই ইউনিয়নের জঙ্গলী পুকুর এলাকায় ভূটা ক্ষেতে কাজ করতে গেলে জনৈক কৃষক লাশ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ভূটা ক্ষেত থেকে পাশ্ববর্তী গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র আশিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের শরীরের পাসহ বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে। এরপর মৃত্যু নিশ্চিত করতে গলা কেটেছে দুর্বৃত্তরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথায় হত্যা করে লাশ ভূটা ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের কু ও অপরাধী সনাক্তে তদন্ত শুরু করেছে।