বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন


কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম আবু বক্কর (৩০)। তিনি ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, আবু বক্কর নেশাগ্রস্ত ছিলেন। ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ৫৮ বছর বয়সী মা আলতাফুন্নেছা কাছে রাতে খাওয়ার জন্য ভাত দিতে বলেন। এ সময় মা তাকে নিজে ভাত নিয়ে খেতে বললে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বক্কর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বক্করের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা করেন। ১৬ অক্টোবর আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করা হয়।

এপিপি নাসিমুল করিম হলি আরও জানান, বক্কর গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। রোববার আদালতে দোষ স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়।


Check Also

এবার ওবায়দুল কাদেরকে প্রতিদ্বন্দ্বীতার চ্যালেঞ্জ করলেন হিরো আলম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ভোটে প্রতিদ্বন্দ্বীতার চ্যালেঞ্জ জানিয়ে তত্ত্ববধায়ক …

Leave a Reply

Your email address will not be published.