বগুড়ায় মোটরসাইকেল না পেয়ে প্রাণ দিল স্কুলছাত্র


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামের বড়ইল ইউনিয়নে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে পলাশ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পলাশ উপজেলার মুরাদপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও শেরপুর উপজেলার তাতড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ হোসেন বেশ কিছুদিন থেকে পরিবারের কাছে মোটরসাইকেল কেনার আবদার করছিল। মোটরসাইকেল কিনে না দেওয়ায় বুধবার বিকেলে সবার অগোচরে গ্যাস ট্যাবলেট খায় সে। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম তার মৃত্যু  বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


Check Also

বগুড়ায় ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ২, আহত ১২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ২ জন …

Leave a Reply

Your email address will not be published.