শিরোনাম

বগুড়ায় যুবকের লাশ উদ্ধার


গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যা বাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে প্রাথমিকভাবে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।

তিনি জানান, সকালে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Check Also

গাবতলীতে এডিপির অর্থায়নে বিভিন্ন উপকরণ বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ২০২১-২০২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আওতায় বিনামূল্যে দুস্থ মহিলাদের …

Leave a Reply

Your email address will not be published.