বগুড়ায় শিশু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদন্ড


কোর্ট রিপোর্টার : বগুড়ায় শিশু রোমান (৫) হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে আদালত আরও একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এসময় ফাঁসির আসামিদের ৫০ হাজার এবং যাবজ্জীবন দণ্ডিত আসামির ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকলেও যাবজ্জীবন দণ্ডিত আসামি আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুল খালেক ও আব্দুল মাজেদ। যাবজ্জীবন দণ্ডিত আসামির নাম আব্দুর রাজ্জাক। আসামিরা বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণ পাড়া ও ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের বাসিন্দা।

জমি সংক্রান্ত বিরোধে ২০১১ সালের ২৩ আগস্ট সন্ধ্যার দিকে খালেক ও মাজেদ দুজন মিলে শিশু রোমানকে শ্বাসরোধ করে হত্যা করে। রাষ্ট্রপক্ষের কৌসুলি অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম বলেন, শিশু রোমানের পরিবারের সঙ্গে আব্দুল খালেক ও আব্দুল মাজেদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এসবের প্রতিশোধ নিতে তারা শিশু রোমানকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তারা এ কাজের জন্য আব্দুর রাজ্জাককে ৮ হাজার টাকা দেন। ২০১১ সালের ২৩ আগস্ট সন্ধ্যার দিকে খালেক ও মাজেদ দুজন মিলে রোমানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ওই শিশুকে এলাকার এক প্রতিবেশির বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর গুম করে রাখেন। পরে ২৮ আগস্ট রোমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই হত্যার ঘটনায় নিহত রোমানের বাবা মাহবুবুর রহমান শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ এক যুগ পর সোমবার এই রায় ঘোষণা করেন আদালত।


Check Also

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে …

Leave a Reply

Your email address will not be published.