সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার পারতিতপরল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিঠুন ওরফে লিটন (৩০) এবং মিঠুনের স্ত্রী রেশমা বেগম (২৬)।
সারিয়াকান্দি থানা সুত্রে জানা গেছে, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় এবং সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীর নেতৃত্বে সারিয়াকান্দি থানা পুলিশ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
এসময় তাদের নিকট থেকে ২৫ গ্রাম হেরোইন এবং নগদ ৫২৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী দু’জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।