শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় ৫৩ লিটার চোলাই মদসহ মিনতি বাশফোড় নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে শেরপুর পৌরসভার হাজিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মিনতি উপজেলা পৌর এলাকার রামচন্দ্রপুরের লিটন বাশফোড়ের স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে শেরপুর থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ মিনতিকে গ্রেফতার করা হয়। মিনতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।