স্টাফ রিপোর্টার : বগুড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩নং ওয়ার্ডের শিববাটি অন্ধ হাফেজিয়া মাদ্রাসা লেন থেকে সুবিল খাল পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে ওই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, সংরক্ষিত ১নং ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ জোবাইদা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাফিউল আবেদীন, ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল আলিম ও হেলাল উদ্দিন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোবারক ট্রেডার্স এর প্রোপ্রাইটর মোঃ সাখাওয়াত হোসেন, ঠিকাদার সিবলী সাদিক মানিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শাহাদত হোসেন, সাব্বির আহম্মেদ সেতু প্রমুখ।